শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:নাটোরে ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও জনপ্রতিনিধিদের নিয়ে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় হেলভেটাস বাংলাদেশের তত্বাবধানে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘খাঁন ফাউন্ডেশন’ এর অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের বাস্তবায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, নাটোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার । এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ কামরুন্নাহার কাজল, সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী প্রধান, ছাতনী ইউপি চেয়ারম্যন তোফাজ্জল হোসেন, বড়-হরিশপুর ইউপি চেয়ারম্যান ওছমান গণি ভুইয়া, কাফুরিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হালসা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, লক্ষিপুর-খোলাবাড়িয়া ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান কালু, এবং দিঘাপতিয়া ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম বিদ্যুত।
এছাড়া খান ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় এবং নাটোর জেলার বিভিন্ন পর্যায়ের সমন্বয়কারী, কর্মর্কর্তা, জেলা-উপজেলা কর্ডিনেটর উপস্থিত ছিলেন ।
মতবিনিময় সভায় ৭টি ইউনিয়নের সচিব, ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্য, এবং অপরাজিতা নের্টওয়ার্কের সদস্য সহ ৫৫ জন মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।