নাটোরে জেলা প্রশাসক টি-টোয়েন্টি ক্রিকেট আসর শুরু

আপডেট: মে ১৬, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি আবু নাছের ভূইয়া সহ অন্যরা

নাটোর প্রতিনিধি :


নাটোরে প্রথমবারেরমতো জেলা প্রশাসক আন্তঃউপজেলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ শুরু হয়েছে। জেলা প্রশাসকের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (১৬ মে) সকালে নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি আবু নাছের ভূইয়া এ টুর্নামেন্ট এর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।

এ সমসয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সামিউল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ ৭টি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ।

এই টুর্নামেন্টে ৭টি উপজেলা এবং ১টি পৌরসভার দল অংশগ্রহণ করছে চারটি গ্রুপে বিভক্ত হয়ে। উদ্বোধনী খেলায় সিংড়া উপজেলা দল ও নলডাঙ্গা উপজেলা দল একে অপরের মুখোমুখি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ