নাটোরে জেলা প্রশাসনসহ ও বিভিন্ন স্থানে মহান স্বাধীনতা পালিত

আপডেট: মার্চ ২৬, ২০২৩, ৮:০১ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


নাটোরে জেলা প্রশাসনসহ ও বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। নাটোরে জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে ডিসি অফিস চত্তরে সূর্যোদায়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। সেখানে বঙ্গবন্ধু’র ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের পরে মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে নাটোর পৌরসভার পক্ষ থেকে মহান স্বাধীনতা পালন উপলক্ষে রোববার দিনের প্রথম প্রহরে স্বাধীনতা চত্বরে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, নিরবতা পালন এবং দোয়া পরিচালনা করা হয় ।

পরে পৌরসভা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, নীরাবতা পালন, দোয়া পরিচালনার করা হয়। এর আগে জেলা প্রশাসনের সাথে শহীদ শামসুল হুদা হ্যাপী, আতা ও অবিনাশের কবরে পুষ্পস্তবক অর্পন, দোয়া পরিচালনা করা হয়।

পৌরসভা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ রেজা, রঞ্জু,সেলিম এবং বাবুলের কবরে পুষ্পস্তবক অর্পন, নীরবতা পালন এবং দোয়া পরিচালনা করা হয়। পৌর মেয়র উমা চৌধুরী জলির নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর কর্মকর্তা ও কর্মচারীরা।

এছারাও সিংড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।

এসময় শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, সিংড়া পৌরসভা, সিংড়া থানা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

অপরদিকে বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। রোববার সকালে বনপাড়া বাইপাসের বঙ্গবন্ধু’র ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মারিয়াম খাতুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) বোরহানউদ্দিন মিঠু, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

এ বিভাগের অন্যান্য সংবাদ