বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মকলেছ রহমান (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দুর্লভপুর কুচিয়ামারি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মকলেছ রহমান উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত তাছের মোল্লার ছেলে। বিষয়টি নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী থেকে পারবতীপুরগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি দুর্লভপুর কুচিয়ামারি ব্রিজ অতিক্রম করার সময় দুর্লভপুর গ্রামের মোখলেসুর রহমান রেল লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়টি শান্তাহার রেলওয়ে পুলিশের তারাই দেখেন। যতটুকু জেনেছি নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় তারা মরদেহটি স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।