নাটোরে ট্রেনে কাটা পড়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী অজ্ঞাত যুবকের মৃত্যু

আপডেট: অক্টোবর ১০, ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি


নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক ৩০ এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের টেটনপড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই যুবক বাক ও শ্রবণ প্রতিবন্ধী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চিলাহাটি থেকে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়। তার গায়ে সাদা রঙের টি-শার্ট এবং পরনে ময়লাযুক্ত ঘিয়া রঙের প্যান্ট ছিল।

স্থানীয় এক ছাত্রের বরাত দিয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ জানায়, গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিছুদিন তিনি ঢাকার গাজীপুরের একটি পরিত্যক্ত পুলিশ বক্সে রাত্রি যাপন করেছেন এবং দিনের বেলায় ছাত্রদের সাথে আন্দোলনে মাঠে থেকেছেন। তবে তিনি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছিলেন।

শান্তাহার রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুক্তার হোসেন জানান, ‘খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Exit mobile version