মঙ্গলবার, ১৭ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
উত্তরের জেলা নাটোরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ। ঘনকুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। সকাল থেকে দুপুর পর্যন্ত সামান্য সময়ের জন্য সূর্যের দেখা মিললেও উত্তাপ নেই রোদের। সন্ধ্যার আগেই কুয়াশায় ঢেঁকে যায় চারিদিকে।
গরম কাপড়েও ঠান্ডা নিবারণ না হওয়ায় অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেস্টা করছেন। কুয়াশায় রবি ফসলের ক্ষতি হচ্ছে বলে জানান কৃষকরা। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। হাসপাতাল গুলোতে বৃদ্ধি পেয়েছে শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।
ঈশ্বরদী আবহাওয়া অফিস জানায়, রোববার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অফিস।