শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি
নাটোরে তারুণ্যের উৎসবে আলকাপ গান মঞ্চস্থ হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী বাংলার শিল্প সংস্কৃতি সবার সামনে তুলে ধরতে নিয়েছে বিশেষ উদ্যোগ।
নাটের জেলা প্রশাসনের সহায়তায় গত শুক্রবার থেকে শুরু হয়ে (১৪ জানুয়ারি) চারদিনব্যাপী নাটোর শহরের বঙ্গোজল নাটোর রাজবাড়ীতে তারুণ্যের উৎসবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচিত্র বিভাগ লোকনাট্য সমারোহের আয়োজনে নাটোর জেলা শিল্পকলা একাডেমীর সার্বিক তত্বাবধানে লোকনাট্য সমারোহের প্রথম দিনে মঞ্চস্থ হয় ‘আলকাপ’ গান।
রাজশাহীর তানোর উপজেলার চান্দুরা থেকে ১২ সদস্যের একটি নাট্য দল ‘আলকাপ রঙ্গরস গ্রাম থিয়েটার’ জনপ্রিয় এই লোকসংগীত মঞ্চস্থ করে। ‘আলকাপ রঙ্গরস গ্রাম থিয়েটার’ নাট্যদলের অন্যতম সদস্যরা হলেন, আলতাফ হোসেন, বিউটি হেমব্রম, পলিনা হেমব্রম, সোনিয়া মুরমু, শরিফুল ইসলাম, আকবর আলী প্রমূখ। চারদিন ব্যাপী এই আয়োজনে আরো থাকছে গ্রামীন সংস্কৃতির মধ্যে অন্যতম মাদার পীরের গান, গম্ভীরা (রাজশাহী), মনসা মঙ্গল (মনসার গান), জারিগান এবং লছিমনের গান।
নাটোর জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মোঃ আব্দুল রাকিবিল বারী জানান, আমরা জানি, বাংলা লোকনাট্য হাজার বছরের পুরনো। তবে ধীরে ধীরে জনপ্রিয় ও ঐতিহ্যবাহী সংস্কৃতি লোকনাট্য হারিয়ে যাচ্ছে।
লোকনাট্যগুলো নানা পরিবেশ-পরিস্থিতির কারণে পরিবেশিত হয় না। বাংলাদেশ শিল্পকলা একাডেমী পর্যায়ক্রমে সারাদেশে ধারাবাহিকভাবে এই সংস্কৃতিগুলো আবার জনগণের মাঝে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। বর্তমান প্রজন্ম যাতে এই হারিয়ে যেতে বসা সংস্কৃতি সম্পর্কে জানতে পারে সে জন্যই এই আয়োজন।