নাটোর প্রতিনিধি
নাটোরে তিনটি মামলায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৬৯ দলীয় নেতাকর্মিকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাইনুদ্দীন দুইটি মামলায় ও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসুল আলআমীন অপর একটি মামলায় খালাস প্রদান করেন।
এছাড়া, ২০০৮ সালের ৭ জুলাই মুদি দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ এনে দুলুসহ ২২জনকে আসামী করে অপর একটি মামলা দায়ের করা হয়। মামলায় তিনটিতে বাদি পক্ষ আসামীদেরকে সনাক্ত করতে না পারায় ও রাষ্ট্রপক্ষ স্বাক্ষী প্রমান করতে না পারায় দুলুসহ মোট ৬৯ জনকে খালাস দেয়া হয়।
তিনটি মামলা থেকে অব্যাহতি পেয়ে রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানান, দেশে ন্যায়বিচারও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।