নাটোরে তিন মাসের শিশুকে ইটের আঘাতে হত্যা

আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১০:১৯ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি


নাটোর সদর উপজেলায় মুরসালিন নামে তিন মাসের এক শিশু সন্তানকে ইটের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে বাবা ইয়াসিন আলীর বিরুদ্ধে। বুধবার দুপুর দুইটার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের নারায়ণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ইয়াসিন আলীকে তার বাড়ি থেকে আটক করেছে।

নিহতের মা রুপা বেগম বলেন, তার ৩ মাসের শিশু সন্তানকে গত মঙ্গলবার বাবার বাড়িতে টিকা দিয়ে বুধবার স্বামীর বাড়িতে আসেন। দুপুরে রান্না-বান্না করে ছেলেকে রেখে পাশের বাড়িতে পানি আনতে যায়। এসময় ফিরে এসে দেখে তার সন্তান অচেতন এবং মাথা ও নাক-মুখে আঘাতের চিহ্ন। দ্রুত পাশের বাড়িতে নিয়ে গিয়ে মাথায় পানি দেয়। পরে তাকে স্থানীয়রা রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন খলিল জানায়, যখন ঘটনা ঘটে তখন আমি বাড়িতে ছিলাম না। জমিতে কাজ করছিলাম। খবর পেয়ে এসে শুনি যে, চেয়ারম্যান ও থানা পুলিশ এসেছিলো ইয়াসিন আলী মুরসালিনকে ঘরের ইটের সাথে মাথায় আঘাত করে মেরেছে।

নিহতের মামা শিপন জানায়, আমরা শুনেছি আমার ভাগ্নেকে তার পিতা ঘরের ইটের সাথে মাথায় আঘাত করে মেরেছে। এরপর স্থানীয়রা তাকে রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মামলা করার জন্য ভাগ্নের লাশ নিয়ে নাটোর সদর থানায় যাচ্ছি।

নাটোর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ বিষয়ে স্থানীয় ভাবে জেনেছেন শিশুটিকে ইটের আঘাতে মেরেছে তার বাবা। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে সেখান থেকে ইয়াসিন আলীকে আটক করে থানা আনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version