নাটোরে দুই ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার

আপডেট: জুন ২৩, ২০২৫, ১১:৩৮ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক ও লক্ষীপুর খোলাবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালুসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জুন) রাতে নাটোর সদর, সিংড়া ও নলডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করেন।

নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, গতরাতে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালুকে একটি হত্যা মামলা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া হালশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র জনতার উপর হামলা সহ বেশ কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়ায় চলমান রয়েছে। আইন গত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এই দুই চেয়ারম্যানই গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত পার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন, যদিও তারা আওয়ামী লীগ সমর্থক হিসেবেই পরিচিত। এদিকে তাদের বিরুদ্ধে গতকাল পর্যন্ত কোন মামলা ছিল না বলে দাবি করেছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।

এদিকে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ডেভিল হান্টের অংশ হিসেবে নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য সিংড়া পৌর আওয়ামী লীগ এর সহ সভাপতি মাহাবুব আলম বাবু ও হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি জানান বিভিন্ন সময়ে দায়কৃত মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

অপরদিকে গতরাত দুইটার দিকে নাটোরের নলডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম ও আবু দিলশাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সাইফুল ইসলাম নলডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক ও দিলশাদ হোসেন মাধনগর বাঁশিলা ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বলে জানা যায়। নলডাঙ্গার থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ