শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি
নাটোরে ডাল সড়ক এলাকায় দুই মোটর সাইকেল আরোহীর মধ্যে মুখোমুখি সংঘর্যে দু’জন নিহত এবং অপর একেজন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত আটটার দিকে নাটোর বগুড়া মহাসড়কের পাশে ডাল সড়কে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি নাটোর শহরতলির মোহনপুর এলাকার আব্দুর হামিদের ছেলে আব্দুর রফিক (৫৫) এবং তমালতলা টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল জুলফিকার আলী (৩১)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক নামক স্থানে দুই মোটরসাইকেল আরোহী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী গুরুতর আহত হন। সংবাদ পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।
অপরদিকে গুরুতর আহত বাগাতিপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আনোয়ার হোসেন (৪০ ) এবং তমালতলা টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল জুলফিকার আলী (৩১) কে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসসাধীন অবস্থায় জুলফিকার আলীর মৃত্যু হয়। এ বিষয়ে নাটোর থানার ওসি শফিকুল ইসলাম বলেন পুলিশ দুর্ঘটনার সংবাদ পেয়েছেন। আইনগত প্রক্রিয়া গ্রহণ চলছে।