নাটোরে দু’টি ম্যাগজিন ৬ রাউন্ড গুলি, বিদেশি পিস্তলসহ যুবক আটক

আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ৮:২৮ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুরে দু’টি ম্যাগাজিন ৬ রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তলসহ আব্বাস আলী (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহসড়কে গুরুদাসপুর থানার কাছিকাটা টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্বাস আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তারাপুর ঝাটনপাড়া গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে। বিষয়টি গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. উজ্জ্বল হোসেন নিশ্চিত করেছেন।

নাটোরে থানার উপ-পরিদর্শক এস,আই মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনপাড়া-হাটিকুমরুল মহসড়কে গুরুদাসপুর থানার কাছিকাটা টোলপ্লাজা এলাকা চেকপোস্ট চলাকালীন চাঁপাইনবাবগঞ্জ হতে ছেড়ে আসা ঢাকাগামী (আচল ট্রাভেলস রাজ- মেট্রো ব ১১-০১৩৬) যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলার ঝাটনপাড়া গ্রামের আব্বাস আলীর দেহ তল্লাশি করে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ০২ টি ম্যাগাজিন উদ্ধারসহ আটক করা হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. উজ্জ্বল হোসেন জানান, আব্বাস পিস্তলটি বাইপাইল নিয়ে অজ্ঞাত ব্যক্তির নিকট বিক্রির উদ্দেশ্যে ছিল মর্মে প্রাথমিক ভাবে জানা যায়। এঘটনায় গুরুদাসপুর থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ