বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:গ্রামীন ঐতিহ্য তুলে ধরতে নাটোরে দুইদিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও জেলা প্রশাসন এবং জেলা শিল্পকলা একাডেমি সহযোগিতায় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শহরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম চত্বরে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
পিঠা উৎসব এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসছুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আব্দুল রাকিবিল বারীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
গ্রামীণ পিঠা উৎসবে এতে ১০টি স্টল অংশগ্রহণ করে। পরে সেখানে আয়োজিত লোকসাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।
নাটোর জেলা কালচারাল অফিসার আব্দুল রাকিবিল বারী জানান, কর্মচাঞ্চল্যের কারণে মানুষ এখন বাড়িতে পিঠা তৈরির সেই উৎসবমুখর আমেজ হারিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রা বদলে যাচ্ছে। এখন সবাই পিঠা বাজার থেকে কিনে এনে খায়। এতে কোনো আনন্দ-উৎসাহ থাকে না।
গ্রামাঞ্চলের প্রায় প্রতি ঘরেই চিতল, দুধচিতল, পুলি, নকশি, পাটিসাপটা, ভাপা, তেলে ও চিতাই পিঠাসহ হরেক রকমের পিঠা তৈরিতে ব্যস্ত হয়ে পড়তেন গৃহিণীরা। কিন্তুকালের বিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের গ্রামীন সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে। আগের মত পিঠা বানাননোর উৎসব নেই। আমাদের নতুন প্রজন্ম থেকে হারিয়ে যাচ্ছে। তাই পিঠা বানানোটা এখন স্মৃতি হয়ে গেছে।