নাটোরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট: নভেম্বর ৭, ২০২৪, ৮:৪৩ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি


জাতীয় ও দলীয় পতাকা উত্তলন র‌্যালি ও সমাবেশের মধ্যে দিয়ে নাটোর জাতীয় সংহতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় ও দলীয় পতাকা উত্তলণ শেষে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদনহ অন্যরা বক্তব্য দেন।