শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি
নাটোরে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালীকরণ বিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোর মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে নাটোর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাটোর মহিলা পরিষদের সভানেত্রী দিলারা বেগম পারুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এনামুল হক, স্থানীয় সরকারের উপপরিচালক ড. এএকেএম আজাদুর রহমান, সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী জলি, মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রেখা চৌধুরী তেবাড়িয়া ইউপি চেয়ারম্যান ওমর আলী প্রধান, বড় হরিশপুর ইউপি চেয়ারম্যান ওছমান গনি ভুইয়া প্রমূখ ।
এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন, নাটোর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শ্যামা বসাক। অনুষ্ঠানটি সার্বিক আয়োজনে ছিলেন, নাটোর মহিলা পরিষদের আন্দোলন বিষয়ক সম্পাদক বিজলী রেজা। এ মতবিনিময় সভায় নাটোর সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা এতে অংশ নেন।