নাটোরে নার্সের ছদ্মবেশে সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি

আপডেট: জুন ১০, ২০২৩, ১২:৪৪ পূর্বাহ্ণ

নাটোর প্রতিনিধি :


নার্সের ছদ্মবেশে নাটোর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে নবজাতক কন্যাশিশু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে এই চুরির ঘটনা ঘটেছে।
চুরি হওয়া শিশুটি নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের কৃষক মাহফুজুর রহমান ও মোছা. হাসনা হেনা দম্পতির সন্তান।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের মহিষডাঙ্গা গ্রামের সোনালী ব্যাংক এজেন্ট ব্যাংকিং-এর ম্যানেজার মাহফুজুর রহমানের স্ত্রী হাসনা হেনা শিল্পীর প্রসব ব্যথা উঠলে বৃহস্পতিবার সকালে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

এর কিছুক্ষণ পর একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই নারী। শুক্রবার দুপুরের দিকে হাসপাতালে দাদির কোলে থাকা অবস্থায় অভিনব কায়দায় নার্সের ছদ্মবেশে এপ্রোন পড়া অজ্ঞাত এক নারী ওই শিশুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে দাদির কোল থেকে নবজাতক শিশুটিকে নিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। অনেক খোঁজাখুজি করে তাকে না পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

শিশুর চাচা মিজানুর রহমান জানান, সারারাত শুক্রবার সকালে শিশুটির দাদা ও তার মাকে হাসপাতালে রেখে বাকীরা সবাই বাড়িতে যায়। বেলা সাড়ে ১১টার দিকে শিশুর দাদি ও মা হাসপাতালের বেডে শুয়ে ছিলেন। এসময় এক মাস্ক পড়া নারী এসে শিশুটি কোলে নিয়ে ডাক্তার আসবে বলে শিশুর মাকে বিছানা থেকে বসাতে বলে।

মুহূর্তেই শিশু নিয়ে চলে যান মাস্ক পরা ওই নারী। এসময় শিশুর দাদির চিৎকারে হাসপাতালের লোকজন আসেন। সবাই খোঁজাখুঁজি করে শিশুর খোঁজ পাওয়া যায়নি। পরে হাসপাতাল সিসিটিভি’র ফুটেজে দেখা যায় মূল গেট থেকে শিশুটি নিয়ে ওই নারী একটি অটোরিকসায় যোগে দ্রুত চলে যান।
এ বিষয়ে নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, শুক্রবার বন্ধের দিন এই কথা বলে রোগীর স্বজনের কাছে নবজাতকটি চুরি করেছে। তার ভিডিও ও স্টিল চিত্র সংগ্রহ করে পুলিশের নিকট দেয়া হয়েছে।

এদিকে খবর পেয়ে নাটোর সদর থনার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স সহ হাসপাতালে ছুটে যান। এবং নবজাতকের মা, দাদী সহ স্বজনদের সাথে কথা বলেন। পরে হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন বলে জানান। এদিকে শিশু হারিয়ে মা সহ স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে পুরো হাসপাতাল সহ শিশু ওয়ার্ড।

এ বিভাগের অন্যান্য সংবাদ