নাটোরে নির্বাচনি সামগ্রী বিতরণ

আপডেট: জানুয়ারি ৬, ২০২৪, ২:৪৬ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি :


নাটোরের মোট চারটি আসনের ৫৬৬ টি কেন্দ্রে বিভিন্ন উপজেলার সরকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচন সামগ্রী পাঠানো হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) সকালে প্রিজাইডিং অফিসারের কাছে নির্বাচনি সামগ্রী হস্তান্তর করা হয়। এসময় দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জেলা রিটানিং কর্মকর্তা আবু নাছের ভূঁইয়া জানান, নাটোরের চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৪ লক্ষ ৬২ হাজার ৬৮২ জন, ভোট গ্রহণ কর্মকর্তা ১০১৭৮ জন। মোট ভোট কেন্দ্র ৫৬৬টির মধ্যে ১৪৫টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ রয়েছে। এই সংখ্যাটা ওঠানামা করতে পারে।

জেলা রিটার্নিং কর্মকর্তা আরো জানান, ভ্রাম্যমান, স্ট্রাইকিং ফোর্স, সুপার স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা ৯ হাজার ৩ জন। এছাড়া রিজার্ভসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংখ্যা ১০ হাজার। পুলিশ সদস্য ১,৩৫৪ জন, সেনাবাহিনী ৪০৮ জন, আটটি ভাগে বিভক্ত র‌্যাবের সদস্য ৫৬জন, আনসার সদস্য ৬,৭৯২জন, ব্যাটালিয়ান আনসার ৫৬ জন, বিজিবি সদস্য ৩৩৭ জনের নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আশা করা যাচ্ছে নাটোরের চারটি সংসদীয় আসনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া সম্ভব হবে।