বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরের বাগাতিপাড়ায় নির্মাণের ৯ মাসের মধ্যেই ভেঙে পড়েছে একটি কালভার্ট। তবে কালভার্টটি কোন দফতর থেকে নির্মাণ করা হয়েছে তার কোনো সঠিক তথ্য মেলে নি। সংশ্লিষ্ট দফতরগুলো দায় এড়াতে সংবাদকর্মীদের তথ্য সরবরাহ করছেন না।
স্থানীয় ইউনিয়ন পরিষদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এমনকি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতর কেউ এ কালভার্টটির দায় নিতে চাচ্ছেন না। কোন দফতর থেকে এই কালভার্টটি নির্মাণ করা হয়েছে সুনির্দিষ্ট করে তাও জানাতে পারে নি এসব বিভাগগুলো।
স্থানীয়রা জানান, উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হাট গোবিন্দপুর এলাকার জয়বাংলা মোড় থেকে মধ্যপাড়া সড়কে প্রায় নয় মাস পূর্বে কালভার্টটি নির্মাণ করা হয়। গত ৩ ডিসেম্বর শনিবার ওই সড়কে মাটি ভর্তি এক ট্রাক্টর পারাপারের সময় সেটি ভেঙে পড়ে। ৮ দিন অতিবাহিত হলেও কোনো দফতর থেকে মেরামতের উদ্যোগ নেয়া হয় নি। ফলে যান চলাচল বিঘিœত হচ্ছে। স্থানীয় কয়েকজন যুবক দুর্ঘটনা এড়াতে সেখানে কলাগাছ দিয়ে নিশান টানিয়েছেন। দ্রুত কালভার্টটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে দয়ারামপুর ইউপি সচিব অণূপ চক্রবর্তী জানান, কালভার্টটি ভাঙার একদিন পর রোববার তিনি জানতে পেরেছেন। তবে কারা সেটি নির্মাণ করেছে তিনি তা জানেন না। তিনি শুনেছেন কালভার্টটি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ২০১৪-১৫ অর্থবছরে কর্মসৃজন প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুর রাজ্জাকের সঙ্গে বৃহস্পতিবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ সম্পর্কে পরে জানাবেন বলে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায় নি।
বিষয়টি নিয়ে ওই দিন বিকেলে এলজিইডি দফতরের উপসহকারী প্রকৌশলী আলম মিয়া বলেন, প্রকৌশলী কামরুজ্জামান প্রশিক্ষণে আছেন। তবে ওই রাস্তাটি তাদের দফতরের নয়। প্রকল্প অফিস করতে পারে বলে তিনি জানান।
এ বিষয়ে বাগাতিপাড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খদরকার ফরহাদ আহম্মদ বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হবে।