সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
নাটোর জয়কালি বাড়ি মিষ্টির দোকান দ্বারিক ভান্ডারে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে কাঁচাগোল্লা উৎপাদন এবং বিপনন করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর কার্যালয় । শনিবার (২৫ মার্চ) বেলা তিনটার দিকে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।এই অভিযান পরিচালনায় সহায়তা করেন নাটোর র্যাব ৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি বিশেষ টিম। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর উপস্থিত ছিলেন।
জানা যায় , জয়কালী বাড়ি মন্দির সংলগ্ন মিষ্টির দোকান দ্বারিক ভান্ডার র্দীঘদিন ধরে অপরিস্কার অপরিছন্ন পরিবেশে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লার উৎপাদন ও বিপনন করে আসছিলো । দীর্ঘদিন যাবত এই দোকানের ভেতরে তেলাপোকা ও ইঁদুর বসবাস করে। নাটোরের বেশির ভাগ মানুষ এই দোকান থেকে কোন রকম মিষ্টান্ন কিনেন না। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজারো মানুষ এই দোকানের কাঁচাগোল্লা কিনে প্রতারণার শিকারা হচ্ছে । বহুবার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন দ্বারিক ভান্ডারের মালিক রবি কুন্ডুকে পরিস্কার পরিচ্ছন্ন পরিবশে কাঁচাগোল্লা তৈরীর কথা বললেও তিনি কর্ণপাত করেননি । বছরের পর বছর ধরে নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরী করে আসছিল ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেহেদী হাসান তানভীর জানান, র্যাব ৫ এর সহযোগিতায় নাটোর জয়কালি বাড়ি মিষ্টির দোকান দ্বারিক ভান্ডারে বিশেষ অভিযান পরিচালনা করা হয় সেখানে অপরিষ্কার, অপরিচ্ছন্ন উপায়ে কাঁচাগোল্লা তৈরি এবং বিক্রি করছেন। এই অপরাধে ৪৩ ধারায় দোকান মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সতর্কতা মূলক নির্দেশ প্রদান করা হয়েছে।