নাটোরে পণ্য পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘট

আপডেট: ডিসেম্বর ২, ২০১৬, ১২:১৮ পূর্বাহ্ণ

নাটোর অফিস
ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান এবং পিকআপের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেকিংয়ের নামে সড়ক-মহাসড়কে পুলিশের হয়রানি বন্ধ, ট্রাকের সাইড এঙ্গেল ও হুক খোলার সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৭ দফা দাবিতে নাটোরে ধর্মঘট পালন করছে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার্ড্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রেখেছে সংগঠনটি। নাটোর জেলা ট্রাক, ট্যাঙ্কলরি, কার্ভাডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ পরিষদের সভাপতি মোস্তারুর ইসরাম আলম বলেন, পুলিশি হয়রানি বন্ধসহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে বারবার আবেদন করা হলেও কেউ কর্ণপাত করেন নি। তাই বাধ্য হয়ে সাত দফা দাবি আদায়ের জন্য কর্মসূচি দেয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।