মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের লগি বৈঠার তাণ্ডব ও পল্টন হত্যার সাথে জড়িতদের বিচার দাবি জানিয়েছে জামায়াত নেতারা। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে নাটোরের কানাইখালী এলাকায় এই সমাবেশ করে জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর সদর উপজেলার আমীর মাওলানা মীর নুরুন্নবীর সভাপতিত্বে এবং জামায়াতের আমীর মাওলানা রাশেদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা শাখার আমীর ড. মীর নুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবরের পথ ধরে আওয়ামী লীগ যে সন্ত্রাসী রাজনীতি শুরু করেছিল তা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। জামায়াতে ইসলামীকে রাজনীতিশূন্য করার প্রক্রিয়াও শুরু হয়। তারই আলোকে জামায়াতে ইসলামকে রাজাকারের ট্যাগ লাগিয়ে মীর কাসেম, মাওলানা মতিউর রহমান নিজামীসহ অনেককেই ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। এছারাও শাপলা চত্বরে আলেম হত্যা, সাগর রুনী হত্যা এবং বিডিয়ার বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাকে শেখ হাসিনার নির্দেশে হত্যা করা হয়েছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে বাংলার মাটিতে করা হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নাটোর ও নলডাঙ্গা আসনের এমপি প্রার্থী জামায়াতে ইসলামী নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, নাটোর সিটি কলেজের অধ্যক্ষ ও নায়েবে আমীর দেলোয়ার হোসেন খাঁনসহ উপজেলা ও শহর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্যরা।