সোমবার, ২০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
সমন্বিত কৃষি প্রযুক্তির মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নাটোরে পাঁচ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল শনিবার দুপুরে নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।
নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ শফিকুল ইসলাম শিমুল বলেন, বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য রপ্তানিকারক দেশ হিসেবে পরিণত হয়েছে। এখন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ খাদ্য উৎপাদনেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এক্ষেত্রে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা নতুন প্রযুক্তি উদ্ভাবন ও প্রয়োগের মাধ্যমে তা নিশ্চিত করতে হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দফতর সম্পাদক দিলীপ কুমার দাস, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রতœা আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমসসহ জেলার অন্য কৃষি কর্মকর্তা ও ৭টি উপজেলার কৃষি অফিসারগণ।
নাটোর সদর উপজেলা কৃষি অফিসার ড. সাইফুল আলম জানান, সমন্বিত কৃষি উন্নয়ের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় মেলায় কৃষি উৎপাদন ও প্রযুক্তি সংক্রান্ত মোট ২৮টি স্টল প্রদর্শিত হচ্ছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। মেলায় নবতি, বিসিক, এসিআই, প্রাণ এগ্রোভেট, সিনজেন্টাসহ বিভিন্ন শীর্ষ কোম্পানি অংশগ্রহণ করেছেন।