শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
নাটোরে পুকুরের পানিতে পড়ে নীলিমা কুন্ডু নামে ৭০ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের বড়গাছা পালপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। নিহত নীলিমা কুন্ডু বড়গাছা পালপাড়া মহল্লার মৃত দিলু মাস্টারের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ভোরে নীলিমা কুন্ডু সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। দীর্ঘসময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল আটটার দিকে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নীলিমা কুন্ডুকে মৃত ঘোষণা করেন।