নাটোরে পিঠা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১০:৫৯ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


২০০ ধরনের পিঠা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নাটোরে নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজে অডিটোরিয়মে দিনব্যাপি পিঠা উৎসব শেষ হলো। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার এই পিঠা উৎসবের উদ্বোধন করেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম।

অনুষ্ঠানের আহবায়ক প্রফেসর আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা, প্রফেসর জাহাঙ্গীর আলম প্রমুখ।
কলেজ অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম জানান, ১৪টি স্টলের মাধ্যমে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এই স্টলগুলোতে প্রায় ২০০ ধরনের পিঠা রয়েছে। শিক্ষার্থীদের ইচ্ছা অনুযায়ী প্রতি বছর এই পিঠা উৎসবের আয়োজন করা হবে।

আয়োজক শিক্ষার্থীরা জানান, গ্রামের প্রতিটি ঘরে ঘরে পিঠা উৎসব হতো। কিন্তু দিনে দিনে এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এখন আর সেই দৃশ্য দেখা যায়না। এটা ধরে রাখতে কলেজ থেকে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ