নাটোরে পুকুর খনন বন্ধে সেনাবাহিনী অভিযান, ৩৯ টাক্টর জব্দ

আপডেট: জুন ১১, ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


নাটোর সদরে অবৈধভাবে পুকুর খনন বন্ধে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৩৯টি টাক্টর জব্দ করেছে। বুধবার (১১ মে) দুপুরের দিকে উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের বাকশোর এলাকায় এসব ট্রাক্টর জব্দ করে নাটোর থানায় হস্তান্তর করা হয়। এ সময় সেখানে কোন ট্রাক্টর মালিককে না পাওয়া তাদের আটক করা যায়নি।

স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম ও মিলন এই প্রতিবেদককে বলেন, আগে দিনে মাটি কাটতো, এখন রাতে কাটে। হাবীবুর নামে এই মাটি ব্যবসায়ী কাউকে তোয়াক্কা করে না। কৃষিজমির মাটি ইটভাটাসহ বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। কৃষিজমির উপরিভাগের উর্বর মাটিকাটার কারণে জমিগুলোতে চাষাবাদ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ ছাড়া মাটি পরিবহনের কারণে এলাকার রাস্তাঘাট দ্রুত নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। প্রশাসনের অভিযানেও এসব মাটিকাটা স্থায়ীভাবে বন্ধ হয় না। আমরা চাই, এসব অবৈধ মাটিকাটা ও পরিবহনে স্থায়ীভাবে বন্ধ হোক। এটা আমাদের প্রাণের দাবি।

নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, বুধবার দুপুরের দিকে সেনাবাহিনীর একটি দল নাটোরের বাকশোর এলাকায় অবৈধ পুকুর খনন বন্ধে অভিযান চালিয়ে মাটি বহনের কাজে নিয়োজিত ৩৯ টি ট্রাক্টর জব্দ করেন। এর পরে তারা নাটোর সদর থানায় সেগুলি হস্তান্তর করেছেন।

তিনি আরো জানান, ট্রাফিক আইনে ট্রাক্টর মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এর পরে মামলা মোকাবেলা করে ট্রাক্টর মালিকরা জরিমানা দিয়ে নিতে পারবেন।
অন্যদিকে, মাটি ও বালু ব্যবস্থাপনা আইন ২০১০ আইনের ধারা ৪ এ বর্ণিত আছে যে, মাটি উত্তোলন নিষিদ্ধ সংক্রান্ত বিধানসহ অন্য কোন বিধান কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান অমান্য করলে বা এই আইন বা অন্য কোন বিধান লংঘন করে অথবা বালু বা মাটি উত্তোলনের জন্য বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বালু বা মাটি উত্তোলন করলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্বাহী ব্যক্তিবর্গ (এক্সিকিউটিভ বডি) বা তাদের সহায়তাকারী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অনূর্ধ্ব ২ বছর কারাদ- বা সর্বনি¤œ ৫০ হাজার টাকা হতে ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থদ- বা উভয় দ-ে দ-িত হবেন।