নাটোরে পুনাক এর উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ২৬, ২০২৩, ৯:০৩ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি:


লেখাপড়ার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে নাটোরের দিঘাপতিয়া বালিকা শিশু সদনে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প।
রোববার ( ২৬) অক্টোবর পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের আয়োজনে ক্যাম্পের উদ্বোধন করেন নাটোর পুলিশ সুপার পত্নী ও পুনাক সভানেত্রী সোহানা তারিক।

দিনব্যাপী অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে শিশু সদনের অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করেন নাটোর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সুরাইয়া জাহান। এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী ও দিঘাপতিয়া বালিকা শিশু সদনের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ পুনাক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্প শেষে শিশু শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।