শুক্রবার, ৫ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ২০ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নিহত পুলিশ সদস্যদের স্বরণে প্রথমবারের মতো নাটোরে পালন করা হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টার দিকে শহরের হরিশপুর বাইপাস থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পুলিশ লাইনস গিয়ে শেষ হয়। পরে পুলিশ লাইনসে নিহত পুলিশ সদস্যের স্বরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা জজ রেজাউল করিম, জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ অন্যরা। পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।