নাটোরে পৌরসভার আড়াই কোটি টাকা ব্যয়ে সড়ক বাতি স্থাপনের উদ্বোধন

আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৪, ১১:১৭ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি


প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নাটোরে পৌরসভার সড়ক বাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মাছুদুর রহমান।

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ৪ টায় মাদ্রাসা মোড় এলাকায় এই কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী প্রকৌশলী মো. রবিউল হক, সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজি রফিক আহমেদ বাবন ও ঠিকাদার নিশিত বসুসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নাটোর পৌরসভার সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম জানান, নাটোর মাদ্রাসা মোড় থেকে দিঘাপতিয়া, বড়হরিশপুর থেকে নাটোর শহর হয়ে বনবেলঘড়িয়া বাইপাস পর্যন্ত সড়কের ডিভাইডারের মধ্যে ২৫০টি পোলে ৫০০টি এলইডি লাইট স্থাপন করা হবে। কোভিড ১৯ প্রকল্পের আওতায় দুই কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে ৯ কিলোমিটার সড়কে এই বাতিগুলো স্থাপন করা হবে। এই কাজটি আগামী ৯ মাসে শেষ করার কথা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ