বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী সাংসদ জুনাইদ আহমেদ পলক বলেছেন, সারাদেশে চার কোটি ২৬ লাখ শিক্ষার্থীকে ইন্টারনেট সংযোগের আওতায় আনার পরিকল্পণা গ্রহণ করেছে সরকার। এর মাধ্যমে তারা গে¬াবাল ভিলেজে সংযুক্ত হয়ে নিজেদের প্রযুক্তি জ্ঞানে যোগ্য হিসেবে গড়ে তুলবে। তারাই আগামীর ডিজিটাল বাংলাদেশকে নেতৃত্ব দিবে।
গতকাল শনিবার নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে ইন্টারনেটের ওয়াইফাই সংযোগ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ২০২১ বাস্তবায়নের মাধ্যমে প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলছে বর্তমান সরকার। আর শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব দূরদর্শীতা ও উদ্যোগের ফলে ইন্টারনেট সংযোগ এখন সহজলভ্য। শিক্ষিত তরুণরা ইন্টারনেট সংযোগে সংযুক্ত হয়ে সারা বিশ্বকে জানবে, জানবে এদেশের বীরত্ব গাঁথা মুক্তিযুদ্ধের ইতিহাস, অবস্থান নেবে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে। অমিত সম্ভাবনার দ্বার হিসেবে ইন্টারনেট সংযোগকে ব্যবহার করতে হবে। তবে তা যেন শুধুমাত্র সস্তা বিনোদনের ক্ষেত্র না হয়ে ওঠে।
প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ে তোলা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের কাজ চলছে। এজন্য তরুণ প্রজন্মকে সোনার মানুষ হয়ে গড়ে উঠতে হবে। নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এমএইচ খালেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আমরা কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ, কলেজ ছাত্রলীগের সভাপতি এসএম সাহাদাৎ হোসেন রাজীব ও সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন রিয়ন।