রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নাটোর ও লালপুর প্রতিনিধি
নাটোরের লালপুরে স্বামীকে খুঁজতে এসে ২৬ বছর বয়সী প্রবাসফেরত এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) রাতে ওই ভুক্তভোগী নারী লালপুর থানায় বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। গত মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের একটি আমবাগানে এঘটনা ঘটে বলে জানা গেছে। ওই নারী কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা।
ভুক্তভোগী নারী জানান, সৌদিআরব থাকাকালীন লালপুরের শান্ত নামে এক যুবককে বিয়ে করেন ভুক্তভোগী নারী। স্বামী শান্তর খোঁজে লালপুরে আসেন তিনি। পরে লালপুর থানা থেকে অজ্ঞাত এক ব্যক্তি তাকে স্বামীর সন্ধান করতে সহায়তার কথা বলে লালপুর ত্রিমোহণী মোড়ে নিয়ে গিয়ে তাকে শরবতে ঘুমের ঔষুধ মিশিয়ে খাওয়ায়। পরে সেখানে একটি রেস্টুরেন্টে খাওয়াদাওয়া শেষে অজ্ঞাত ওই যুবক আরো ৩ বন্ধুকে ডেকে নিয়ে ভ্যান যোগে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটিপাড়ার রাস্তায় নিয়ে যায়।
পরে সেখানে একটি আমবাগানে নিয়ে ওই ভুক্তভোগীকে জোরপূর্বক চার বন্ধু মিলে ধর্ষণ করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায় বলে জানান। পরে তিনি অসুস্থ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কেএম শাহাবুদ্দিন বলেন, অসুস্থ্য অবস্থায় বুধবার দুপুরে ওই রোগী হাসপাতালে ভর্তি হন। পরে হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বিকেলে তিনি স্ব-ইচ্ছায় ছুটি নিয়ে চলে যান।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান রাজু বলেন, এ ঘটনায় গত রাতে ভুক্তভোগী ওই নারী একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।