নাটোরে প্রাণ-আরএফএল এর বিক্রয় কর্মিসহ দুই নারীর মৃত্যূ

আপডেট: মার্চ ২৪, ২০২৩, ১০:৫৯ অপরাহ্ণ

নাটোর ও লালপুর প্রতিনিধি:


নাটোরের লালপুর ও গুরুদাসপুরে পৃথক ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মার্চ ) ভোরে ও বেলা সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে।
উপজেলার লালপুরের অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের আঙ্গারিপাড়া রেলগেটের নিকট খালেদা বেগম রশিদা (৩০) নামে এক নারী ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে ঢাকা থেকে দিনাজপুর চলাচলকারী একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

নিহত নারী এবি ইউনিয়নের অর্জুনপুর গ্রামের আমিরুল ইসলাম টেনুর স্ত্রী। তিনি প্রাণ-আরএফএল গ্রুপের খাদ্য পণ্যের (চিড়া) একজন বিক্রয় কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিক আল রাজী বলেন, শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার এবি ইউনিয়নের আঙ্গারিপাড়া রেলগেটের নিকট খালেদা বেগম রশিদা নামে এক নারী ট্রেনে কাটা পড়ে মারা ঢাকা থেকে দিনাজপুর চলাচলকারী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের শরীর বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

স্থানীয ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম বলেন, পারিবারিক কলহের কারনে শুক্রবার ভোরে প্রতি দিনের ন্যায় ভোরে কর্মক্ষেত্র যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে সে ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ বা কোন দাবি না থাকায় লাশ দাফনের অনুমতি দিয়েছে পুলিশ।

অপরদিকে নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহি বাসের ধাক্কায় নাজমা বেগম (৫১) নামে এক নারী নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাজিরহাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত নাজমা একই উপজেলার বামনকোলা গ্রামের সাইদুল খাঁর স্ত্রী।

বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের হাজির হাট এলাকায় সড়ক পার হচ্ছিলেন নাজমা বেগম। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমা বেগম মারা যায়। পরে বাস থামিয়ে চালক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। নাজমা বেগমের মরদেহটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ