নাটোরে ফিলোন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি:নাটোরের বাগাতিপাড়ায় ফিলোন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার তমালতলায় প্রধান কার্যালয় চত্তরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফিলোন সঞ্চয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফিলোনের চেয়ারম্যান সাংবাদিক মুহম্মদ কামরুল ইসলাম। সমিতির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক আব্দুল মজিদের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন, ফিলোনের প্রতিষ্ঠাতা এসএম ফকরুল আলম, তমালতলা বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও জেলা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক জামিল রহমান বাবু, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মোঃ ফয়জুল কবীর।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাগাতিপাড়া সরকারি কলেজের সাবেক শিক্ষক আবু বক্কর সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও চকগোয়াস বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুর রহমান সাজ্জাদ, তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খন্দকার মখলেসুর রহমান, ইউপি সদস্য ইমরান আলী, কামরুল সরকার আমীন, সুজন আলী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, কাবিল উদ্দিন, আখতারুজ্জামান স্বভাব, কামরুজ্জামান ফিরোজ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ