নাটোরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের বিক্ষোভ

আপডেট: আগস্ট ১৪, ২০১৭, ১২:৫১ পূর্বাহ্ণ

প্রতিনিধি নাটোর


সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে আদালতের দেয়া পর্যবেক্ষন প্রত্যাহারের দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ। গতকাল রোববার দুপুরে জেলা আইনজীবি সমিতির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, নাটোর জজ কোর্টেরে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুশান্ত কুমার ঘোষ, স্পেশাল পিপি শাহজাহান কবিরসহ অন্যান্যেরা।
এ সময় বক্তারা, ষোড়শ সংশোধনী নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ