মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সমর্থকদের তৈরি বাঁশের একটি নৌকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার(২৫ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেড়গঙ্গারামপুর ৭নং ওয়ার্ডে ওই ঘটনা ঘটেছে। গুরুদাসপুর থানার কর্মকর্তা (ওসি) মোঃ উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহম্মদ নছিমুদ্দিন প্রামানিং বলেন, আমি ছোট বেলা থেকেই নৌকা সমর্থক। নৌকার প্রার্থী যেই হোক তার সমর্থন হয়ে কাজ করেন। এ কারণে তার ওয়ার্ডের পাকা সড়কের ওপরে বাঁশ ও লাল সবুজ কাপড়ে চার হাত সাইজের একটি নৌকা তৈরি করে টাঙিয়ে দিয়েছিলাম। নৌকার সঙ্গে একটি বাংলাদেশের পতাকাও ছিল। আজ সকালে এসে দেখি নৌকা সেখানে নেই। রশি গুলো ছিড়ে সড়কে পড়ে আছে। অনেক খোঁজাখুঁজি করার পর কিছু দূরে একটি বাগানে গিয়ে দেখতে পাই নৌকা ও পতাকা পুড়ে ছাই হয়ে রয়েছে। পরে বিষয়টি নেতাকর্মীদের জানাই।
নাজিরপুর ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বলেন, আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তার বাড়ির সামনে নৌকা ঝুলিয়ে রাখেন। সকালে সেই নৌকা পুড়িয়ে দিয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। আমরা বোনো সহিংসতা চাই না, আমরা সুষ্টু পরিবেশে নির্বাচন। আমি তীব্র নিন্দা জানাই এমন ঘটনার।
গুরুদাসপুর থানার কর্মকর্তা (ওসি) মোঃ উজ্জল হোসেন বলেন, বিষয়টি জেনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।