নাটোরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত দুই

আপডেট: আগস্ট ১১, ২০১৭, ১২:৫৭ পূর্বাহ্ণ

নাটোর অফিস


নাটোরের একডালায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের সহকারী ও এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত দুইজন। আহতদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়। গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ডিম ব্যবসায়ী রেজাউল ইসলাম ও পিকআপ ভ্যানের সহকারী রাজন আহমেদ।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম ও নাটোর ফায়ার সাভিসের টিম লিডার হারুনুর রশীদ জানান, বুধবার রাতে রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশানাল পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় বিপরিতমুখি ডিম বোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের সহকারী ও এক ডিম ব্যবসায়ী নিহত হয়। এসময় আহত হয় আরো অন্তত দুই জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পরে তাদের রামেক হাসপাতালে প্রেরণ করা হয়। মৃতদেহ দুইটি তাদের স্বজনরা ঘটনাস্থল থেকে নিজেদের জিম্মায় নিয়ে গেছে বলে জানান তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ