নাটোরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত ২

আপডেট: জুন ২০, ২০২৫, ৯:৪৪ অপরাহ্ণ

বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা

নাটোর প্রতিনিধি:


নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালক বাবু (৩০) সহ দুইজন নিহত হয় এবং এসময় দুইজন আহত হয়েছেন। আহত ও নিহতরা সবাই সিএনজির ছিল। শুক্রবার (২০ জুন) বিকাল ৪টার দিকে শহরের স্টেশন বাইপাস এলাকায় কেয়ার হসপিটাল সংলগ্ন এ ঘটনাটি ঘটে। নিহত বাবু সদর উপজেলার প-িত গ্রামের আহাদ আলীর ছেলে। অপর নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান জানান, সিরাজগঞ্জ থেকে ছেরে আসা রাজশাহী অভিমুখি রাব্বি পরিবহন (রাজ মেট্রো-ব ১১-০১২৯) যাত্রীবাহী বাস নাটোর স্টেশন বাইপাস এলাকায় কেয়ার হসপিটাল এর সামনে পৌছলে এতে শহরমুখি একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে বাবু নামে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এসময় আহত তিনজনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও অজ্ঞাত একজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ