নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচির মঞ্চ ভাঙচুর একই স্থানে আ’লীগের শান্তির সমাবেশের মাইকিং

আপডেট: মার্চ ৩১, ২০২৩, ৫:২৯ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি :


নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের মঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী-লীগের বিরুদ্ধে।
শুক্রবার সকালে সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির নেতৃবৃন্দ এ অভিযোগ করেন। তবে আওয়ামী লীগ বলছেন, লোকজন জমায়েত করতে ব্যর্থ হবে এই আশঙ্কা থেকেই নিজেরাই মঞ্চ ভাঙচুর করে তাদের উপর দোষ চাপাচ্ছে।
এদিকে একই স্থানে পাল্টা শান্তির সমাবেশের ঘোষণা দিয়েছে নাটোর পৌর আওয়ামীগ। এই শহরে সাধারণ মানুষের মধ্যে আতংক এবং উত্তেজনা বিরাজ করছে।

সংবাদ সম্মেলন থেকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, স্থানীয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে আগামী ১ এপ্রিল শনিবার বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল উপলক্ষে উপশহর মাঠে মঞ্চ এবং প্যান্ডেল নির্মাণ করা হয়। ওই অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত থাকার কথা ছিল।

কিন্তু আওয়ামী-লীগের সন্ত্রাসীরা বিএনপি নেতা দুলুর জনপ্রিয়তায় ভিত সন্ত্রস্ত হয়ে ১৫-১৬টি মোটর সাইকেল করে এসে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বিএনপির মঞ্চ এবং নির্মাণ করা প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বিএনপি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং ওই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, ইফতার কমিটির আহবায়ক দেওয়ান শাহীন এবং বিএনপির বিভিন্নপর্যায়ের নেতৃবৃন্দসহ ছাত্রদল যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পৌর আওয়ামীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল এক প্রশ্নের জবাবে জানান, বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল মঞ্চে ওই মাঠেই দেশব্যপী বিএনপির অগ্নিসন্ত্রাস সরকারের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করার প্রতিবাদে তাদের অবস্থান কর্মসূচীর জন্য প্রশাসনের কাছে আবেদন করছেন, যদি অনুমতি মেলে সেখানে হবে। আর যদি না হয়, তাহলে অন্য স্থানে হবে।

এ বিষয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, বিএনপির তাদের অনুষ্ঠানে লোকজন জমায়েত করতে ব্যর্থ হবে এই আশঙ্কা থেকেই নিজেরাই মঞ্চ ভাঙচুর করেছে। এ দায় আওয়ামী লীগের উপর চাপাচ্ছে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ জানান, ঘটনা শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এব্যাপারে অভিযোগ পেলে আইনগত ভাবে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ