নাটোরে বিএনপির বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণ

আপডেট: ডিসেম্বর ৩০, ২০২৩, ৭:৫৬ অপরাহ্ণ


নাটোর প্রতিনিধি:


নাটোরে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনে জনসমর্থন আদায়ে বিএনপি বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে নাটোর শহরের আলাইপুর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন,জেলা যুবদলের সহপতি সদরুল ইসলাম ডাম্বেল,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক রাসেল রনি,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ অন্যান্য নেতারা। তারা বলেন, ৭ জানুয়ারি ভোট বর্জনের মধ্যে দিয়ে সরকারকে লাল কার্ড দেখাতে হবে। এই প্রহসনের নির্বাচন সাধারণ জনগণ মানবে না।
এ সময় সেখানে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ