নাটোরে বিএনপি-জামায়াতের ১৭ নেতাকর্মী গ্রেফতার

আপডেট: জুলাই ২৪, ২০২৪, ১০:২৫ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


চলমান কোটা সস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে নাটোরে আরো ১৭জন বিএনপি-জামায়াতের কর্মিদের গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে নাটোর সদর থানায় ৩জন, সিংড়া থানায় ১জন, বড়াইগ্রাম থানায় ৩জন,লালপুর থানায় ৪জন, নলডাঙ্গা থানায় ৪জন, এবং বাগাতিপাড়া থানায় ২জন।

চলমান কোটা সস্কার আন্দোলনকে কেন্দ্র করে জেলায় এ পর্যন্ত ৮টি মামলা দায়ের করা হয়েছে। এর চলমান কোটা সস্কার আন্দোলনে ১টি এবং সহিংসতার থটনায় ৭টি। এবিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা জালাল উদ্দিন।

এ বিভাগের অন্যান্য সংবাদ