নাটোরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ গ্রেফতার ৪

আপডেট: জানুয়ারি ১৩, ২০১৭, ১২:১৩ পূর্বাহ্ণ

নাটোর অফিস



নাটোরে একটি বিদেশি পিস্তল, ছোরা, ২৫ পিস ইয়াবা ও ১৮ গ্রাম গাঁজাসহ পুলিশের তালিকা ভুক্ত সন্ত্রাসী  জনি ও জীবনসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃতরা হলেন শহরের কান্দিভিটা এলাকার জামাল শেখের ছেলে জনি শেখ (৩০) ও  জীবন শেখ (২২) এবং তাদের সহযোগি  দিয়ারভিটা এলাকার শামিম শেখের ছেলে সুজন আলী (২৩) ও কান্দিভিটা এলাকার মনতাজ আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম(২৯)। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের কান্দিভিটুয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা বৃহস্পতিবার বিকেলে কান্দিভিটা এলাকার টিএমবি ইট ভাটার ভিতরে ইয়াবা ও গাঁজা সেবন করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের সেখান থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল,  ছোরা ,ইয়াবা, গাঁজা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়। এই ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জনির নামে বিভিন্ন থানায় ১৬টি, জীবনের নামে ১৫টি ও মঞ্জুরের নামে ১ মামলা রয়েছে।