নাটোরে বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আপডেট: অক্টোবর ২৮, ২০১৬, ১১:৩১ অপরাহ্ণ

নাটোর অফিস
নাটোরের নলডাঙ্গায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে আবদুস সালাম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আবদুস সালাম উপজেলার রামশা কাজিপুর ডাঙ্গাপাড়া গ্রামের নছীর উদ্দিনের ছেলে ও স্থানীয় আখ পরিমাপ কেন্দ্রের শ্রমিক। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার হরিদা খলশি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শহিদুল্লাহ ও নিহতের পরিবার জানায়, আবদুস সালাম স্থানীয় আখ পরিমাপ কেন্দ্রের শ্রমিক হিসেবে কাজ করতো। বিকেলে কেন্দ্রে আখের গাড়ি যাওয়ার সময় গাড়িটি সড়কের পাশের গাছের ডালে আটকে যায়। পরে আবদুস সালাম সড়কের পাশের গাছের ডালগুলো কাটার জন্য গাছে ওঠে। গাছের ডাল কাটা অবস্থায় অসাবধানতা বসত বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ