নাটোরে বিদ্যুৎ অফিসের সামনে আ’লীগের প্রতিবাদ কর্মসূচি পালন

আপডেট: জুন ৯, ২০২৩, ১২:০১ পূর্বাহ্ণ

নাটোর প্রতিনিধি:


বিএনপির বিদ্যুৎ অফিসে অবস্থান কর্মসূচীকে কেন্দ্র করে নাটোরে শান্তি মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের নেতৃত্বে বৃহস্পতিবার (৮ জুন) সকাল ১১টায় শহরের কান্দিভিটা দলীয় কার্যালয় থেকে শান্তি মিছিল বের করা হয়।মিছিলটি আলাইপুর নেসকো অফিসের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ থেকে বিএনপির কথায় বিভ্রান্ত না হয়ে সবাইকে ধৈর্য ধারনের আহ্বান জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ঘণ্টাব্যাপী অবস্থান শেষে দলীয় কার্যালয়ে ফিরে যায় আওয়ামী লীগ নেতা কর্মিরা।