সোমবার, ১৬ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি :
‘করবো ভূমি পুনরুদ্ধার রুখবো মরুময়তা অর্জন করতে হবে খরা সহনশীলতা’ এই প্রতিপাদ্য নিয়ে র্যালি ও আলোচনা সভার মধ্য দিযে নাটোরে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (৫ জুন) সকালে ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ক্যালেক্টরেট ভবনে এসে শেষ। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নাটোর জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তর এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক আবু নাছের ভুঞার সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মাছুদুর রহমানের সঞ্চালনায় অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রফিকুল ইসলাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম কামাল হোসেন, সাংবাদিক সুফি সান্টু সহ অন্যরা বক্তব্য দেন। এসময় বিভিন্ন এনজিও ও পরিবেশ কর্মি, শিক্ষাবিদ, সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, বিশ্বে যে ভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার জন্য দায়ী আমরাই। ইচ্ছে মতো আমরা গাছ কেটে ফেলছি এতে করে পরিবেশ বিপন্ন হচ্ছে। গাছ কাটার ফলে বাংলাদেশে আবহাওয়া গরম হয়ে যাচ্ছে ফলে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে তাপদাহ বাড়চ্ছে।
এভাবে চলতে থাকলে বাংলাদেশ এক সময় পরিবেশ বিপর্যয় ঘটবে। তাই আমাদের সচেতন হতে হবে বেশি করে গাছ লাগাতে হবে। আলোচনা সভা শেষে গাছের চারা বিতরন ও পুরস্কার বিতরণ করা হয়।