মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নাটোর প্রতিনিধি:
নাটোরে বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লার উপর হামলার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানবৃন্দ।
বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, দিনের বেলায় মুক্তিযোদ্ধা মকসেদ আলীকে দুবৃত্ত হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় পরিবারের লোকজন মকসেদ আলীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। একজন মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনা ঘূণিত। অবিলম্বে বীর মুক্তিযোদ্ধার উপর হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি করছি।
মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব সৈয়দ মোস্তাক আলী মুকুল, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম নাটোর জেলা শাখার সাধারন সম্পাদক মজিবুর রহমান ভূঁঞা, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম জেলা শাখার সভাপতি রাজিব হাসান শাপলা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম নান্টুসহ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানরা উপস্থিত ছিলেন।