নাটোরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আপডেট: জানুয়ারি ৮, ২০১৭, ১২:০৬ পূর্বাহ্ণ

নাটোর অফিস


নাটোর শহরের কানাইখালী এলাকায় পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারির সময় বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন হয়েছে। নিহত ছোট ভাইয়ের নাম জনি (৩০)। নিহত জনি শহরের কানাইখালীর সাবেদ আলীর  ছেলে। এ ঘটনায় পুলিশ বড় ভাই জাহাঙ্গীরকে আটক করেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টার দিকে ওই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, পারিবারিক বিষয় নিয়ে শনিবার সন্ধ্যায় শহরের কানাইখালী এলাকার মরহুম সাবেদ আলীর দুই ছেলে জাহাঙ্গীর ও জনির মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে মারামারি বাধলে জনি অসুস্থ হয়ে পড়ে। পরিবারের অন্য সদস্যরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পুলিশ জাহাঙ্গীরকে আটক করে।
নাটার সদর থানার ওসি (তদন্ত) শহীদ জানান, শনিবার বিকেল ৫টার দিকে জাহাঙ্গীর নেশা করে বাড়ি ফিরলে ছোট ভাই জনির সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে মারামারি চলাকালে  বড় ভাই জাহাঙ্গীরের আঘাতে ছোট ভাই জনি অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ