বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরে ভোটার তালিকা হালনাগাদ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদকরণ কাজের উদ্বোধন করেন নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।
গতকাল সারাদেশের মতো নাটোরেও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হলো, চলবে ৯ অগাস্ট পর্যন্ত। জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন জানান, যারা দুই হাজার সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণ করেছেন তারা তথ্য সংগ্রহকারীদের কাছে তথ্য দিয়ে তাদের নাম নিবন্ধিত করতে পারবেন। এ কাজের জন্য নাটোর জেলায় তথ্য সংগ্রহকারী রয়েছেন ৬৯৫ জন এবং সুপারভাইজার আছেন ১৫২ জন। বর্তমানে নাটোর জেলায় ভোটার সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৩৪২ জন। সম্ভাব্য নতুন ভোটার প্রায় ৪৫ হাজার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।