নাটোরে মহিলা পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ১৪, ২০১৭, ১২:১১ পূর্বাহ্ণ

নাটোর অফিস



নাটোরে মহিলা পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের উত্তর বড়গাছা  হাফরাস্তা মহিলা পরিষদ পাড়া শাখার আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে উত্তর বড়গাছা মধ্যপাড়া মায়ের দোয়া পোল্ট্রি এন্ড হ্যচারি চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি জান্নাতুল জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নাটোর পৌরসভার মেয়র ও মহিলা পরিষদের সদস্য উমা চৌধুরী জলি। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নাটোর মহিলা পরিষদ জেলা শাখার সভা সভাপতি দিলারা বেগম পারুল, সাধারণ সম্পাদক শ্যামা বসাক, আন্দোলন সম্পাদক বিজলী রেজা, সাংগঠনিক সম্পাদক শাহানা আফরোজ শিল্পী, যুগ্ম সম্পাদক সীমা ইসলাম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, আজ থেকে ৪৬ বছর আগে কবি সুফিয়া কামালের হাতে বাংলাদেশ মহিলা  পরিষদ সংগঠনটি জন্ম হয়। সারা দেশব্যাপী জেলা, উপজেলা এবং পাড়া মহল্লায় নারীদের নিয়ে এ সংগঠনটি কাজ করে যাচ্ছে। পরে সংগঠনের সকল সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ