নাটোরে মাথায় অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাই

আপডেট: জানুয়ারি ৩, ২০১৭, ১২:০৬ পূর্বাহ্ণ

নাটোর অফিস


নাটোরের বাগাতিপাড়ায় দিনের বেলায় মাথায় অস্ত্র ঠেকিয়ে এক কলেজ শিক্ষকের মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে বাগাতিপাড়া দিঘা গ্রামীণ সড়কের ধাপাড় এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
স্থানীয় ও ছিনতাইয়ের শিকার শিক্ষকের পরিবার সূত্রে জানা যায়, বাঘা উপজেলার দিঘা কলেজের ভূগোল বিভাগের শিক্ষক সাইদুর রহমান কলেজ থেকে মোটরসাইকেলে বাগাতিপাড়ার চিথলিয়া নিজ গ্রামে ফিরছিলেন। পথে ধাপাড় এলাকায় তিন যুবক তার পথরোধ করে। এরপর মাথায় অস্ত্র ঠেকিয়ে ও মারপিট করে তার মোটরসাইকেলটি নিয়ে চলে যায়। এসময় তারা তার কাছে থাকা মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।
বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)  মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয় নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ