নাটোরে মাদক ব্যবসায়ী ও প্রতারক দালালসহ গ্রেফতার ২

আপডেট: জুন ২০, ২০২৫, ৯:৪২ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


নাটোরের লালপুরে সেনাবাহিনীর অভিযানে ১১০ পিস ইয়াবাসহ মো. ইমন নামে এক মাদক ব্যবসায়ী সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে ১২ লক্ষ টাকা ঘুষ দাবী করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেল আনুমানিক ৩টার পরে লালপুর স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে লালপুর উপজেলার বনপাড়া গ্রামের মো. বাবুল এর ছেলে।

নাটোর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর নিরবচ্ছিন্ন মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে জেলার লালপুর উপজেলার স্টেডিয়াম এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটি যৌথ চেকপোস্ট বসানো হয়। এ সময়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়। পরে তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে মোট ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. ইমন স্বীকার করেন এবং তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবৈধ ব্যবসায় জড়িত। এলাকায় তিনি চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত।

গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত ইয়াবা লালপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
অপরদিকে সেনাবাহিনীর নাম ব্যবহার করে ভুয়া নিয়োগের প্রলোভনে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম উপজেলার চৌমহন এলাকা থেকে একজন প্রতারক দালালকে আটক করেছে সেনাবাহিনী। গত শুক্রবার রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে, বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ টহল দ্রুত অভিযান পরিচালনা করে আব্দুল মজিদ নামের প্রতারককে হাতেনাতে আটক করে।

জানা যায়, অভিযুক্ত ব্যক্তি মোহাম্মদ আশরাফ নামের এক তরুণকে সেনাবাহিনীতে নিয়োগ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১২ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর সেনাবাহিনী তাকে আটক করে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ