নাটোরে মাদক মামলায় যুবকের ৮ বছরের কারাদন্ড

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২৩, ১১:৩৮ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:


নাটোরে হেরোইন সংরক্ষণ ও বহনের দায়ে শাওন আহমেদ নামে এক যুবককে ৮ বছরের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. কামরুন্নাহার বেগম এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত শাওন আহমেদ নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকার রাইজুল ইসলামের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ আগস্ট নাটোর সদর থানার দত্তপাড়া ব্রিজ এলাকায় তল্লাশী চালিয়ে পুলিশ ২৬ গ্রাম হেরোইন সহ শাওন আহমেদকে আটক করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে শাওনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণসহ বিচারিক কার্যক্রমশেষে এই রায় প্রদান করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ